1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় শাহ আলম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই জসীম উদ্দিন বলেন, ঢুলিপাড়া ও পকেটগেট এলাকায় শাহ আলমের দুটি গ্যারেজ আছে। মাঝেমধ্যে রাতে প্রতিষ্ঠানে থেকে যেতে হতো। শুক্রবার রাতেও ছিল। ভোরের দিকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, নিহতের শরীরে কোপের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ