1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

বাড়ির গেটে তালা, আগুন লেগে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : বাড়ির মূল দরজা বাইরে থেকে তালা দিয়ে মাঠে যান কৃষক রুপ দাস। এসময় ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে বাইরে বের হতে না পেরে দগ্ধ হয়ে মারা গেছেন ওই কৃষকের গৃহবধূ স্বপ্না দাস (৪৫)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী ফায়ার ষ্টেশনের টিম লিডার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া স্বপ্না একই গ্রামের কৃষক রুপ দাসের স্ত্রী।

কাশিয়ানী ফায়ার ষ্টেশনের টিম লিডার রাকিবুল ইসলাম বলেন, দুপুরে রুপ দাস তার স্ত্রী স্বপ্না দাসকে বাড়ির মধ্যে রেখে মূল দরজা তালা দিয়ে মাঠ যান। এসময় বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এক ঘণ্টা চেষ্টার পর আমরা আগুন নেভাতে স্বক্ষম হই। পরে বাড়িটির একটি ঘরের ভেতর থেকে স্বপ্না দাসের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ শুক্রবার দুপুরে ওড়াকান্দি গ্রামের কৃষক রুপ দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এসময় বাড়ির ভেতর থেকে বাইরে বের হতে না পারায় দগ্ধ হন গৃহবধূ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে। মারা যাওয়া নারীর লাশ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ