1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৭২) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়ায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন আলী ওই এলাকারই মৃত আব্দুল বাসেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ