1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক জহিরুল ইসলাম (৩৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি করেছিল ছদ্মবেশী ৭ ডাকাত।

সেসময় পুলিশের টহল গাড়ি দেখতে পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে। তখন তার সঙ্গে থাকা ৬ ডাকাত সদস্য পালিয়ে যায়।

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ