1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

উত্তর গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজায় ‘প্রাণ রক্ষাকারী’ ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, তাদের গাড়ি বহর ‘নাগরিক আইনের পতনের কারণে সম্পূর্ণ বিশৃঙ্খলা ও সহিংসতা’ সহ্য করেছে। সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া হয়নি এবং তাদের কর্মীরা বন্দুকযুদ্ধ এবং লুটপাটের মুখোমুখি হয়েছিল। জাতিসংঘ ডিসেম্বর থেকে উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী অক্টোবরে তার স্থল আক্রমণের শুরুতে ১১ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে ওয়াদি গাজার উত্তর থেকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয়। বেশিরভাগ বাসিন্দাই ইসরায়েলি আদেশ মেনে দক্ষিণে সরে যায়। কিন্তু ইসরায়েলি সেনারা ঘিরে ফেলার পর কয়েক লাখ বাসিন্দা উত্তরাঞ্চল ছেড়ে যেতে ব্যর্থ হয়।

গত মাসে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, অন্তত তিন লাখ মানুষ উত্তর গাজায় থেকে গেছে যারা বেঁচে থাকার জন্য তাদের সহায়তার উপর নির্ভরশীল।

উত্তরে ত্রাণ বিতরণ খুবই কম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তা ছাড়পত্রের উপর নির্ভরশীল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ