1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৩৮) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামতলি রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ও সি-৩ ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত বাদশা মিয়া ওই ক্যাম্পের সি-৩ ব্লকের আবুল ফয়েজের ছেলে।

ওসি শামীম হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বাদশা মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ ওসিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ