1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

১৫৮ কোটি টাকায় ‘ডাঙ্কি’র স্বত্ব বিক্রি

  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ডাঙ্কি’। গত বছরের ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমা মুক্তির প্রথম প্রহর থেকে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রায় দুই মাস কেটে গেছে। ১৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এটি কিনে নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘ডাঙ্কি’ সিনেমার ওটিটি স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটি ১৫৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। কিন্তু এ তথ্য সঠিক নয়। বরং সিনেমাটির জন্য প্রতিষ্ঠানটিকে গুণতে হয়েছে ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি ১৯ লাখ টাকার বেশি)।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডাঙ্কি’ সিনেমার ওটিটি ও স্যাটেলাইট স্বত্ব ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ডাঙ্কি’ সিনেমা শুধু ভারতে আয় করেছে ২৭২ কোটি রুপি। বিশ্বব্যাপী এটি আয় করেছে ৪৫৪ কোটি রুপি।

প্রথমবার ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি প্রমুখ। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও জিও স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ