1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

স্বামীর টানে আফ্রিকান নারী নারায়ণগঞ্জে

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ : দক্ষিণ আফ্রিকায় কাজের সন্ধানে যান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন সাজ্জাদ। সেখানে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফ্রান্সিসকো নামের এক তরুণীর। গত বছরের ১৯ ফেব্রুয়ারি পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

সম্প্রতি দেশে ফেরেন বিল্লাল। তার টানে কিছুদিন পর নারায়ণগঞ্জে আসেন ওই তরুণী। বর্তমানে বিল্লালের সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণী এলাকায় সংসার শুরু করেছেন তিনি।

জানা গেছে, ৮ বছর আগে কাজের জন্য দক্ষিণ আফ্রিকায় যান বিল্লাল। সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন বিল্লাল। তাকে চমকে দিতে কিছুদিন পরে বাংলাদেশে আসেন ফ্রান্সিসকো। মুসলিম ধর্ম গ্রহণ করলে ফ্রান্সিসকোর নাম রাখা হয় মনি হোসাইন। পরিবারের সম্মতিতে গত বছরের ১৯ ফেব্রুয়ারি ফ্রান্সিসকোকে বিয়ে করেন বিল্লাল।

বিল্লাল বলেন, ‘আমার সঙ্গে ওর কখনো ঝগড়া হয়নি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বাংলাদেশে গেলে সেও চলে আসবে। সম্প্রতি আমি দক্ষিণ আফ্রিকা থেকে চলে আসি। কিছুদিন পর ফ্রান্সিসকো চলে আসে।’

বিল্লাল সম্পর্কে তার স্ত্রী ফ্রান্সিসকো বলেন, ‘সে খুবই ভালো ছেলে। তার পরিবারও খুব মিশুক। বাংলাদেশে এসে আমি মুগ্ধ।’

বর্তমানে বিল্লাল তার স্ত্রী ফ্রান্সিসকোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায়। ফ্রান্সিসকোকে তিনি পরিচিত করিয়ে দিচ্ছেন বাংলাদেশের গ্রাম, সংস্কৃতি আর পরিবেশের সঙ্গে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ