1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, খুলনা : খুলনার ডুমুরিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন একই পরিবারের। গুরুতর আহত হয়েছেন দুই জন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার দুপুর ৩টার দিকে মাটিবাহী ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস (৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৮) মারা যান। আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৫) নিহত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বিশ্বজিতের মেয়ে অর্ণি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাসকে (২৮) ডুমুরিয়ার ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশু অর্নি বিশ্বাস (৪) মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। তাৎক্ষনিক ঘটনাস্থলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকান্ত সাহা উপস্থিত হয়ে যান চলাচল স্বভাবিক করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ