1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমায় এসে ৬ মুসল্লির মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে। ইতোমধ্যে অনেক মুসল্লি ময়দানে চলে এসেছে। এদের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম। নিহতদের মধ্যে পাঁচজনই বার্ধক্য জনিত কারণে মারা গেছেন।

নিহতদের মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) মারা যান। বাদি দু’জন মুসল্লির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও বৃহস্পতিবার ভোরে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে যাওয়ার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজারের এলাকায় বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক মুসল্লি মারা গেছেন।

মোহাম্মদ সায়েম বলেন, বিশ্ব ইজতেমার মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ