1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে ভাড়া নিয়ে চালক রজ্জব আলীকে (৫০) হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাঁড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সানাউল্লাহ মিয়া জানান, তার বাবা সোমবার সকাল ৮টা দিকে অটোরিকশা নিয়ে বের হয়। বিকেলে থানা থেকে ফোন দিয়ে জানানো হয়, তার বাবাকে কে বা কারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমার একটি ছেলে এবং দুটি মেয়ে। আমার স্বামী সহজ-সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের ভরণপোষণ দিতেন। আমি এ হত্যার বিচার চাই।’

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রীবেশে উঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ