1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে বাংলাদেশে সঙ্গে খেলবে ফিলিস্তিন

  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। আগের সূচি অনুযায়ী ২১ মার্চ বাংলাদেশের এসে খেলার কথা ছিল ফিলিস্তিনের। আর ফিরতি লেগে ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কুয়েতে গিয়ে বাংলাদেশের খেলার কথা ছিল।

কিন্তু রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় দল কমিটির সভায় সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফিলিস্তিনের অনুরোধে বাংলাদেশ ২১ মার্চ কুয়েতে অ্যাওয়ে ম্যাচটি আগে খেলবে। এরপর ২৬ মার্চ ঘরের মাঠে খেলবে। অর্থাৎ স্বাধীনতা দিবসে কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ফিলিস্তিনের অনুরোধ ও আমাদের সুবিধার্থে আগে অ্যাওয়ে এবং পরবর্তীতে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে। রমজান মাস হওয়ায় কিংস অ্যারেনায় আমরা ম্যাচটি বিকেল সাড়ে তিনটায় শুরু করব। যাতে দর্শকরা খেলা দেখে বাসায় গিয়ে ইফতারে অংশগ্রহণ করতে পারে।’

ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চের ম্যাচের আগে দশদিন সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। এ বিষয়ে কমিটির চেয়ারম্যান বলেন, ‘২ মার্চ সৌদি আরব যাবে বাংলাদেশ দল। সেখানে আল তাঈফ শহরে ক্যাম্প করবে ও কিং ফাহাদ স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েত রওনা হবে। ২১ মার্চ ম্যাচ খেলে দেশে ফিরে হোম ম্যাচের প্রস্তুতি নেবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ