1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় কোটি টাকার ইয়াবা জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া জেলে পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এসময় দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হক তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার হালিশহর থানার গলিচিপা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে হোসেন (৪৫) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত জাফর উল্লাহর ছেলে মজিব উল্লাহ (৩৫)

এএসপি নাজমুল হক জানান, কক্সবাজার থেকে মাদকের একটি চালান সাতক্ষীরায় আসছে বলে খবর আসে। র‌্যাবের একটি দল দেবহাটা থানার পারুলিয়া এলাকায় অবস্থান নেয়।

এসময় একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-০৯৭৫) থামানো হয়। ট্রাকটির ভেতর তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুই জনকে। জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আসামিদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ