1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

মর্টার শেলের শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কক্সবাজার : বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির তীব্র লড়াই চলছে। এর ফলে, আতঙ্কে রয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও কক্সবাজারের টেকনাফ সীমান্তের বাসিন্দারা। দেশটির অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে প্রতিনিয়ত কেঁপে উঠছেন সীমান্তের এপারের বাসিন্দারা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৪ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কিছুক্ষণ পরপর তিনটি বিকট শব্দে কেঁপে ওঠে তুমব্রু সীমান্ত। এসময় ১০ থেকে ১৫টি গুলির শব্দ ভেসে আসে বাংলাদেশের তুমব্রু এলাকায়।

মঙ্গলবার সকালে কক্সবাজারের টেকনাফের উখিয়ার আঞ্জুমান পাড়া ও হোয়াইক্যং সীমান্তের মানুষ দুটি মর্টার শেলের বিকট শব্দ শুনতে পান বলে জানিয়েছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, আজ দুপুরে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির আওয়াজ শোনা গেছে। মর্টার শেলের বিকট শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার মানুষদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে মিয়ানমার থেকে গুলি ও মর্টার শেলের শব্দ ভেসে আসছে। গত শনিবার একটি গুলি এসে পড়েছে আমার ইউনিয়নের সীমান্তের এক বাসিন্দার ঘরে। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ