1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, গাজীপুর : জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। অভিযুক্ত ভাই ও ভাতিজারা পলাতক রয়েছেন।

নিহত রেজা সাঈদ আল মামুন (৫৫) উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

অভিযুক্তরা হলেন- নিহতের ছোট ভাই মজিবুর ও তার দুই ছেলে সুমন ও সেজান।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন অন্যান্য দিনের মতো আজ রোববার দুপুরে কলেজ থেকে বাড়িতে আসেন। পরে খাবার খেয়ে তিনি বাড়ির পাশের একটি খেতে জমে থাকা আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন। এসময় পেছন থেকে ছোট ভাই মজিবুর ও তার ছেলে সুমন ও সেজান লাঠি দিয়ে রেজা সাঈদ আল মামুনকে মারধর করে গুরুতর আহত করেন।

খবর পেয়ে বাড়ি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে রেজা সাঈদ আল মামুনকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন বলেন, ‘আমার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। পেছন থেকে চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান আমার বাবাকে মারধর করে হত্যা করে ফেলে রাখে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার আমার বাবাকে তারা মেরেছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, জমিজমা বিরোধকে কেন্দ্র করে তাকে (রেজা সাঈদ আল মামুন) হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ