1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় উড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চাকার সঙ্গে গলায় থাকা উড়না পেচিয়ে সাইমা আক্তার (১৩) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার শিবপুরে আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইমা উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের শেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে। সে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাইমা ও তার সহপাঠী চাচাত বোন মারিয়া টিফিন পিরিয়ডে ঝালমুড়ি কিনে স্কুল থেকে ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিল। পথে অজান্তে তার গলায় থাকা উড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক আশিক দ্রুত তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার এসআই আবুল কাসেম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ