1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

এডেন উপসাগরে ট্যাংকারে হুতিদের হামলা

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হুমকি-হামলা উপেক্ষা করেই ফের ইয়েমেনের হুতিরা এডেন উপসাগরে একটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে। শুক্রবার ওই হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে গেছে।

হুতিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তারা মার্লিন লুয়ান্ডা নামের জাহাজটিকে লক্ষ্যস্থল করে।

জাহাজটির পরিচালনা কোম্পানি ট্রাফিগুরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির একটি কার্গো ট্যাংকে আগুন ধরে যায়।

ব্রিটিশ তেল ট্যাঙ্কার মার্লিন লুয়ান্ডার অপারেটর শুক্রবার জানিয়েছে, জাহাজটি ‘লোহিত সাগরে যাওয়ার পরে এডেন উপসাগরে একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।’

ইরান সমর্থিত হুতিরা হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দেশের (ইয়েমেনের) বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে ট্যাঙ্কারটিতে গুলি চালানো হয়েছে।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইসরায়েরের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে হুতিরা। এর প্রতিক্রিয়া সম্প্রতি ইয়েমেনে হুতিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ