1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

জাতিসংঘের মার্কিন-ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ছাড়ার নির্দেশ

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মার্কিন ও ব্রিটিশ কর্মীদের আগামী এক মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হুতি যোদ্ধারা। বুধবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কর্তৃপক্ষ ইয়েমেনে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি দিয়েছেন। গত ২০ জানুয়ারি পাঠানো ওই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।

চিঠিতে হুতিরা জানিয়েছেন, এক মাসের মধ্যে ইয়েমেনে কর্মরত জাতিসংঘ ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার মার্কিন-ব্রিটিশ কর্মীদের চলে যেতে হবে। এছাড়া ২৪ ঘণ্টা মধ্যে তাদের দেশ ত্যাগের উদ্যোগ নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বাহিনী। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

এর প্রতিক্রিয়ায় চলতি মাসের ১১ তারিখ থেকে ইয়েমেনে হুতিদের ওপর যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে মার্কিন ও ব্রিটিশদের সঙ্গে উত্তেজনা শুরু হয় হুতিদের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ