1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

আরও ৭০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দাদের উন্নয়নের জন্য ৭০০ মিলিয়ন ডলার অনুদান ও সফট ঋণ দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত ১৯তম ন্যাম সামিট ও তৃতীয় সাউথ সামিটে অংশগ্রহণোত্তর মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেখ।

পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশ্বব্যাংক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অনুদান হিসেবে ৩১৫ মিলিয়ন ডলার দেবে। বাকি ৩৮৫ মিলিয়ন ডলার দেবে হোস্ট কমিনিটি ডেভেলপমেন্টের জন্য। এটি চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে এই মুহূর্তে ৫৬ প্রকল্পে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে বিশ্বব্যাংকের। ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ