1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

ছবি বিকৃত করে তরুণীকে কুপ্রস্তাব দেওয়ায় যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় তরুণীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর হুমকির ঘটনায় রাকিবুল হাসান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির তালবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রাকিবুল হাসানকে আসামি করে বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

গ্রেপ্তার রাকিবুল হাসান দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির তালবাড়ীয়া গ্রামের রওশন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী। বেশ কিছুদিন আগে অভিযুক্ত রাকিবুল হাসানের পক্ষে একটি মামলায় অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এর সঙ্গে তিনি সহযোগিতা করেন। সে সূত্রে তার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হয়। এরপর থেকে বাদীর ব্যবহৃত মোবাইল ফোনে অশ্লালীন বার্তা পাঠাতেন ও কুপ্রস্তাব দিতেন রাকিবুল।

নগ্ন ছবি ও ভিডিওতে ভুক্তভোগীর মুখ সংযুক্ত করে ১৬ জানুয়ারি বাদী হোয়াটস অ্যাপে ও তার আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে পাঠায় রাকিবুল। এ সময় প্রস্তাবে রাজি না হলে এডিট করা নগ্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত রাকিবুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহমুদুজ্জামান বলেন, রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মোবাইল ফোন থেকে এডিট করা কিছু ছবি উদ্ধার করা হয়।

ভুক্তভোগী তরুণী বলেন, রাকিবুল হাসান তার ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ