1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে জেলার খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ বেশি ভোগান্তিতে রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে ২.৮ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বলেন, আজ ১৭ জানুয়ারি সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা গতকাল ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

কাজের সন্ধানে আসা তৌফিক আলী বলেন, শীত আমাদের জীবনে অভিশাপ হয়ে আসে। এসময় কাজ না থাকায় পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়াটা কষ্টের হয়ে পড়ে। জমানো টাকাও শেষ হয়ে গেছে। আমার মতো শতাধিক শ্রমিক কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন গত কয়েকদিন।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ মেঘ জমবে এবং ১৮ তারিখ হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে উত্তরের হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বাড়তে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ