1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

দুই কোম্পানির পরিচালকদের কোটি টাকা করে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৯১ বার দেখা হয়েছে
CA-Tunghai-622x400-1

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানির পরিচালকদের কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা লংঘন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ডাকা শুনানীতে উপস্থিত না হওয়া এবং কারখানা বন্ধ থাকার দায়ে এই জরিমানা করা হয়েছে। কোম্পানি দুটি হলো- সি এন্ড এ টেক্সটাইল এবং তুং হাই নিটিং লিমিটেড।

আজ বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩৩তম কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকে মাসিক ভিত্তিতে শেয়ার ধারণ সংক্রান্ত রিপোর্ট (Sharholding Report) জমা দিতে হয়। কিন্তু সি এন্ড এ টেক্সটাইল আগস্ট ২০১৭ থেকে আগস্ট ২০১৮ পর্যন্ত এবং তুং হাই নিটিং ডিসেম্বর ২০১৭ থেকে আগস্ট ২০১৮ এই রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়েঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারও জবাব দেয়নি কোম্পানি দুটি। এমনকি বিএসইসি কোম্পানি দুটির কর্মকর্তাদের শুনানীতে ডাকলে তারা শুনানীতে উপস্থিত হননি।

অন্যদিকে ডিএসইর একটি প্রতিনিধি দল কোম্পানির কারখানা পরিদর্শনে গিয়েও সেগুলো বন্ধ পায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ