1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

বরগুনায় চিকিৎসা শেষে বনে অবমুক্ত হরিণ

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, বরগুনা : বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে পাথরঘাটার হরিণঘাটা বনে প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, গত মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করে কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে তারা। সেসময় হরিণটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।

জানা গেছে, বন বিভাগ হরিণটিকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় নিয়ে যায়। তিন দিন চিকিৎসা শেষে সুস্থ হলে হরিণটিকে আজ হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় অসুস্থ হরিণটি উদ্ধার করে কোস্টগার্ড। তিন দিন প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হয়। হরিণটি সুস্থ হলে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ