1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ২০০০ কেজি জাটকা ইলিশ জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জে : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে খানবাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি এ সব জাটকা জব্দ করে।

এ সব জাটকা ভোলা থেকে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযানকারী যৌথ টিমের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ সব তথ্য জানিয়েছেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় জাটকা বহনকারী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। জাটকা মাছগুলো উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

যৌথ অভিযানে অংশ নেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ