1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

মগবাজারে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী মামুন জানান, মগবাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন কাওরানবাজারের দিকে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এই পথচারী। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের কাছ থেকে একটি বাসের টিকিট পাওয়া গেছে। টিকিটে তার নাম লেখা রয়েছে মো. শাকিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ