1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

ধামরাইয়ে বর্ধিত মজুরি না পেয়ে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

সাভার প্রতিনিধি, ঢাকা : সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ওই শ্রমিকরা অবরোধ শুরু করে।

এতে মহাসড়কের উভয় দিকে পাঁচ কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে ধামরাই থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে এরপর শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর তারা অবস্থান ছেড়ে দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দিচ্ছে না মাহমুদা আ্যটায়ার্স লিমিটেড কারখানা। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা সদুত্তর দেয়নি। তাই বাধ্য হয়েই শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নেয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা করানোর শর্তে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়। কর্তৃপক্ষ সরকারি নীতি অনুযায়ী বেতন দেবে বলে জানিয়েছে। পরবর্তীতে শ্রমিকরাও আন্দোলন থেকে সরে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ