1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

ভূমিকম্পে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্পে স্থানীয় মঙ্গলবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। গতকাল সোমবার নতুন বছরের প্রথম দিনে মধ্য জাপান ও এর আশেপাশের অঞ্চলে শক্তিশালী সিরিজ ভূমিকম্প আঘাত হানে। দেশটিতে এক দিনে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইশিকাওয়া প্রিফেকচারে একের পর এক ভবন ধস ও দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়েছে। নিগাতা, তোয়ামা, ফুকুই এবং গিফু প্রিফেকচারেও ভূমিকম্পে ভবন ধসের কারণে অসংখ্য মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারকে সময়ের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী বাহিনী পাঠিয়েছে এবং সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

সোমবার বিকেলে ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই দিন আরও ১৫৪ বার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ