1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

তীব্র শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। অব্যাহত এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে বইছে হিমেল বাতাস, টুপটাপ ঝরছে কুয়াশা। তাপমাত্রা বিরাজ করছে ১০. ৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। বাতাসের আর্দ্রতা ছিলো ১০০ শতাংশ।

এর আগে, সোমবার একই সময়ে এখানে রেকর্ড হয়েছিলো ১১. ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দুইদিন ধরেই সূর্যের দেখা মিলছেনা। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের প্রকোপে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। শীত উপেক্ষা করেই শিক্ষার্থীরা নতুন বই হাতে ছুটছে স্কুলের দিকে। দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া মানুষ। হাঁড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে রাখতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, আকাশের উপরিভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ