1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

লোকালয় থেকে বন্য শুকর উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১০০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি বন্য শুকর উদ্ধার করেছে বন্যপ্রাণী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সোমবার (১ জানুয়ারি) সকালে শরণখোলার সোনাতলা গ্রাম থেকে শূকরটিকে উদ্ধার করা হয়। পরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে সেটিকে অবমুক্ত করা হয়েছে।

শরণখোলা বন্যপ্রাণী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম জানান, সুন্দরবন থেকে ভোলা নদী পার হয়ে সোনাতলা গ্রামে ঢুকে পড়ে বন্য শুকরটি। শূকরটি মাঠের আমন ধান তছনছ করে রুবেল শাহের বাড়িতে ঢুকে ক্ষেতখামারও নষ্ট করেছে। একপর্যায় গ্রামবাসী ও বন্যপ্রাণী সেচ্ছাসেবী সংঠনের কর্মীরা মিলে শূকরটিকে ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম বলেন, আনুমানিক চার বছর বয়সি স্ত্রী শূকরটির ওজন প্রায় ৪০ কেজি। দুপুর ২টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে শূকরটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ