1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন যুব অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তাকে অধিনায়ক রেখেই যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুরের ডেপুটি হিসেবে আছেন আহরার আমিন।

সোমবার (১ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেন যুব নির্বাচক হান্নান সরকার। দলে এশিয়া কাপ খেলা স্কোয়াডের সক্ল খেলোয়াড়ই রয়েছেন। ফলে বেশ শক্তিশালী দল নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ।

২০২৪ সালের ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৬ দলের টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব। নিজেদের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ, ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ