1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিবগঞ্জ থেকে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ

  • আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বিজিবি। রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

সংস্থারটি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত থেকে আনা হয়েছিল এসব বিস্ফোরক দ্রব্য।

৫৯ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত থেকে দেশে বিস্ফোরক দ্রব্য সীমান্ত পাড়ি দিয়ে আসছে বলে খবর আসে। এরই ভিত্তিতে তেলকুপি গ্রামের একটি বাগানে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। নাম না জানা দুই চোরকারবারি ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা তাদের হাতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদকদ্রব্য ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ