1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ইসরায়েলের অভিযানে নিহত ২৪১

  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযান অন্তত ২৪১ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।

তবে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরও অনেক মাস’ চলবে।

ইসরায়েল জানিয়েছে, তারা মঙ্গলবার মধ্য গাজার শতাধিক স্থানে হামলা চালিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি চিকিৎসা সূত্র জানিয়েছে, তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে মঙ্গলবার রাতে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৮২ জন আহত হয়েছেন। ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ