জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে চাটখিল-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। এ ঘটনায় আহত হয়েছেন লিটন চন্দ্র দেবনাথের বড় ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ।
লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে লিটন দুই ছেলে প্রতাপ ও প্রান্তকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। জুনুদপুর এলাকায় পৌঁছালে নোয়াখালীগামী জননী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও প্রান্তকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।