1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

লক্ষাধিক টাকায় বিক্রি হলো ১২টি শাপলা পাতা মাছ

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১২টি শাপলা পাতা মাছ। পরে মাছগুলো এক লাখ ৮ হাজার টাকায় হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি কিনে নেয়।

সোমবার (২৫ ডিসেম্বর) জেলেরা যখন মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছগুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছিলেন।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। আজ সকালে মনির মাঝি এক লাখ ৮ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন আমাদের দোকানে।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে ‘হাউস মাছ’ বলা হয়। এরপর সোমবার সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ কেজি ওজনের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ