1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষ, নিহত ২

  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাস ও ট্রলি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি জানান, মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ