1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় ট্রাকচাপায় মোকাদ্দেছ হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা ইমরান হোসেন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের পালশা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকাদ্দেছ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাংগাপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।

জানা গেছে, টিভিএস মোটরসাইকেলযোগে হাইওয়েতে উঠার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোকাদ্দেছ মারা যান এবং ইমরান গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, আহত ইমরান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ