1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে ভারতীয় ৫ সেনা নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার সীমানায় সেনার ট্রাকে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক সেনার মৃত্যু হয়েছে। এই নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে। বৃহস্পতিবার রাতে ‘ডেরা কি’ গলিতে এই ঘটনা ঘটে।

কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ‘ডেরা কি’ গলিতে সেনার গাড়ি যখন যাচ্ছিল, তখন ,সন্ত্রাসবাদীরা গুলি চালায়। বুধবার রাত থেকে সেনা এই অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল। সেই অভিযান এখনো চলছে। গুলির লড়াই অব্যাহত আছে।

সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে পাঁচ সেনার মৃত্যু হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সূত্র খবর দিয়েছিল, ওখানে জঙ্গিরা আছে। সেই অনুযাীয় সেনা ও পুলিশের যৌথ অপারেশন শুরু হয়। অপারেশন চলছে।

গত মাসে রাজৌরির কালাকোটেতে অপারেশন চালাবার সময় ৫ জন সেনার মৃত্যু হয়েছিল। গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে। এই এলাকাটি সন্ত্রাসবাদীদের হটবেড বলে চিহ্নিত হয়েছে।

গত এপ্রিল ও মে মাসে এই এলাকাতেই ১০ জন সেনা জওয়ান মারা যায়। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩-এ এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে। গত দুই বছরে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে, আনন্দবাজার

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ