1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি, যেখানে মানুষ কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্পষ্টতই নির্বাচনের পর আমাদের কিছু বলার থাকতে পারে। কিন্তু আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

১৯ ডিসেম্বর ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি, এর উৎস পুরোপুরি তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ