1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

বিয়ের আসরেই বরের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সুখের দিন হঠাৎই পরিণত হলো শোকে। বিয়ে অনুষ্ঠানে সবাই যখন আনন্দে মেতেছেন, তখনই সেই আনন্দে নেমে এলো বিষাদের ছায়া। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হলো বরের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ডাসকা তহশিলে গত রোববার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি সোফায় পরিবারের সঙ্গে বসে ছিলেন বর। এরপর হঠাৎ তিনি সামনের দিকে ঢলে পড়েন। প্রথমে সবাই মনে করেছিলেন, হয়তো মজা করছেন নতুন বর। কিন্তু কয়েক মিনিট পরেই পরিবারের সদস্যদের মধ্যে অঘটনের আশঙ্কা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে একজন পুরুষ অতিথি তার নাড়ি পরীক্ষা করেন।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। বরের পরিবার পুলিশকে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

অস্বাভাবিক মৃত্যুর কারণে বরের মৃতদেহের ময়নাতদন্তের পরামর্শ দিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু তাতে রাজি হননি তার পরিবারের সদস্যরা। ফলে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মর্মান্তিক এই মৃত্যুতে ডাসকা তহশিলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ