1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : উত্তরের জেলা পঞ্চগড়ে তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সরছে। একইসঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, রোববার সকাল ৯টায় এ জেলায় রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, টানা তিনদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

এদিকে, তাপমাত্রা কমার পাশাপাশি জেলায় বেড়েছে শীতের দাপট। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও শীত বাড়ে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ