1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যা করলো আরেক বাংলাদেশি

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় ঘুমের ব্যাঘাত ঘটানোর দায়ে মোহাম্মদ সবুজ নামের এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির জোহর প্রদেশের হাজী মানান নামক একটি ফ্ল্যাটে এ হত্যা করা হয়।

ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, মোহাম্মদ সোবুজ একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষত রয়েছে। ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান সন্দেহভাজন ওই যুবকের রুমমেট জালানকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি এ ঘটনার দায় স্বীকার করে বলেছেন, তিনি রাগান্বিত ছিলেন কারণ সবুজ ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করেছিলেন।

পুলিশ জানিয়েছে, অন্য কক্ষে বসবাসকারীরা সকাল ৮টায় কাজ করতে যাওয়ার সময় জানতে পারে যে ভিকটিম মারা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করলে দূতাবাসের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, অফিসিয়ালি কোনো তথ্য এখনও দূতাবাস পায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ