1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

প্রবাস ডেস্ক : কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার ৩৫০ জনের যাচাই-বাছাই শেষে কাগজপত্রহীন ৩৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অভিযানের পর এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের ডিজি বলেন, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্কার ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। সাত মাস থেকে ৭০ বছর বয়সী সবাইকে আরও তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, অভিবাসন বিভাগ জানুয়ারি থেকে গত নভেম্বর পর্যন্ত মোট ৩৫৮০২ জন কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে, মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন।

তিনি বলেন, একই সময়ের সারা দেশে পরিচালিত ৯১৬৪টি অপারেশনের মাধ্যমে ১০৩১২৪ জনের যাচাই-বাছাই শেষে ৫৮৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ