1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

শেয়ারবাজারে সূচক বেড়েছে

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে টানা পতনের পর বুধবার (২৯ নভেম্বর) সূচক কিছুটা বেড়েছে। তবে লেনদেনে ছিল ধীরগতি। এদিন অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ বেড়ে ৬ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ বেড়ে ১ হাজার ৩৫১, ডিএস৩০ সূচক ৩ বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির। এ ছাড়া, দরপতন হয়েছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩০২ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ২০ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ বেড়ে ১৮ হাজার ৪২৪ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ১১ বেড়ে ১১ হাজার ১৬ এবং সিএসই৩০ সূচক ৩ কমে ১৩ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত আছে ৭৪টির। সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ২২ হাজার টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ