1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

বাংলাদেশ থেকে দূতাবাস গুটিয়ে নিলো উত্তর কোরিয়া

  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। ২১ নভেম্বর তাদের ঢাকার দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র সোমবার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

এখন থেকে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলেও ওই সূত্র জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন। আর্থিক এবং প্রাসঙ্গিক আরও কিছু কারণেই দূতাবাসটি গুটিয়ে নেওয়া হলো।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে থাকা বাংলাদেশ দূতাবাস ‘সমদূরবর্তী মিশন’ হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখাশোনা করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ