1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে উপড়ে গেছে শত শত গাছ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিধিলি শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় উপকূল অতিক্রম করছে। এটি বর্তমানে দুর্বল হয়ে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বৃষ্টি ঝড়িয়ে এটি আরও দুর্বল হতে পারে। তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকায় পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত ও ২৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপড়ে পড়েছে শত শত গাছপালা। আমন ক্ষেতের ক্ষতি হয়েছে। অনেক ক্ষেতের আমন ধান মাটিতে শুয়ে পড়েছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি কৃষি বিভাগ।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, ‘আমন ধান ও সবজি ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছি।’

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝড়িয়ে ঘূর্ণিঝড় মিধিলি আরও দুর্বল হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ