1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের আদেশ আদালতের

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের সদস্যদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

বাচ্চুর পরিবারের অন্য সদস্যরা হলেন—তার স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ ছাবিদ হাই অনিক, মেয়ে শেখ রাফা হাই ও বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না।

যেসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—বাচ্চুর নামে রাজধানীর বসুন্ধরায় ২২৮ শতক জমি, যার বর্তমান মূল্য ১২ কোটি ৪৩ লাখ টাকা। ডিওএইচএসের একটি ফ্ল্যাট, যার বাজারমূল্য ৬৪ লাখ টাকা। এছাড়া, তার পরিবারের নামে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ৩০ কাঠা জমি, যার বাজারমূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা। এসব জমিও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে বাচ্চু ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে এসব সম্পদের খোঁজ পাওয়া গেছে। দুদকের উপ-পরিচালক নুরুল হুদা তাদের সম্পদ ক্রোকের জন্য আদালতে আবেদন করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ