1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকির জন্য দায়ী যুক্তরাষ্ট্র: রাশিয়া

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগ্রাসী সাম্রাজ্যবাদী নীতি বিশ্বে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ‘ধ্বংসাত্মক’ নীতিগুলো পারমাণবিক, রাসায়নিক বা জৈবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র পাত্রুশেভ এমন মন্তব্য করেছেন।

পাত্রুশেভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক নীতির স্বাভাবিক পরিণতি হল বৈশ্বিক নিরাপত্তার অবনতি।’

তার মতে, বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক, রাসায়নিক এবং জৈবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাতেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার পক্ষে প্রকাশ্যে মতামত দিয়েছিলেন ইসরায়েলের একজন মন্ত্রী। এ ঘটনায় তাকে পদচ্যুত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ