1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

স্বপ্নতে প্রয়োজনীয় অনেক পণ্যের অবিশ্বাস্য ছাড়

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সে সময় পরিবারের প্রয়োজনীয় সামগ্রী যেমন- চাল, সয়াবিন তেল, লবণ, বডি লোশন, শ্যাম্পু, চা, মিল্ক পাউডার, বেবি ডায়পারসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।

স্বপ্ন কর্তৃপক্ষ আরও জানান, ৩ ও ৪ নভেম্বর (শুক্রবার ও শনিবার) সার্ফ এক্সেল ১ কেজি ২৭০ টাকায় স্বপ্নতে পাওয়া যাবে (যা খোলা বাজারে ২৯০ টাকা), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ চা ৫০০ গ্রাম প্যাকেট স্বপ্নতে পাওয়া যাবে ২২৩ টাকায় (বাজারে যার মূল্য ২৪০ টাকা) ও বিভিন্ন সাইজের হেড অ্যান্ড শোল্ডারস শ্যাম্পুতে থাকছে অবিশ্বাস্য ছাড়।

এ ছাড়া বাচ্চাদের ডায়পারে থাকছে সেরা অফার, যা অন্যান্য ই-কমার্স সাইটসহ বাজার থেকেও অনেক কম দামে পাবেন স্বপ্ন’র গ্রাহকরা।

জানা যায়, স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার (লার্জ সাইজ ২৪ পিস) এর দাম স্বপ্নতে ৬৭৯ টাকা ৫০ পয়সা, যা বাজারে ৭০০ টাকা এবং স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডায়াপার (এক্স এল ৪৪ পিস) এর দাম স্বপ্নতে ৮৭০ টাকা, যা বাজার ও অন্যান্য ই-কমার্স সাইটে ১ হাজার ৫০ টাকা ।

একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এ ছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসতে কোনো ভ্যাট নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ