1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
হেডলাইন :
ঋণ আদায়ের জন্য নিলামে এস আলমের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা রোমানা রউফ চৌধুরী ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু করল ইউএস-বাংলা সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ১ লাখ ৭২ হাজার ১২৭৮ কোটি টাকার গম, সার ও এলএনজি কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্বশাসন নিয়ে যা জানালেন গভর্নর ঢাকায় আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আয়োজন রানারের সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা চিকিৎসার জন্য আজ লন্ডন যাবেন খালেদা জিয়া প্রথমবারের মতো রাজধানীতে হলো “নিউ ইয়ার, নিউ মিশন’’ সম্মেলন

তথ্য অধিকার আইন নিয়ে রাজশাহীতে বিএসইসির কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সাথে সম্পর্কিত নানা বিষয়ে জানাতে রাজশাহী জেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ‘পাবলিক অ্যাওয়ার্নেস প্রোগ্রাম অন অ্যাক্ট, রুলস অ্যান্ড গাইডলাইন্স অফ রাইট ট্যু ইনফরমেশন’ শীর্ষক কর্মশালা আয়োজিত হয়েছে।

শনিবার (১৩ মে) রাজশাহী শহরের পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানটিতে রাজশাহীর শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার সংশ্লিষ্ট আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টশন উপস্থাপন করেন। তিনি তথ্য অধিকার আইনের আলোকে তথ্য প্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন।

প্রেজেন্টশন উপস্থাপনার পর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় আলোচক হিসেবে অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক।

আলোচকগণ বাংলাদেশের শেয়ারবাজারের প্রেক্ষাপটে তথ্যের উপযোগিতা, তথ্য অধিকারের ক্ষেত্রসহ নানা বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন। প্যানেল আলোচনার শেষাংশে অংশগ্রহণকারীদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং প্যানেল আলোচকবৃন্দ প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তথ্য প্রাপ্তি একটি অধিকার উল্লেখ করে তিনি তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। তিনি পুঁজিবাজার সংশ্লিষ্টদের ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সর্তক থাকতে বলেন। তিনি তথ্যের যথার্থ ব্যবহারের উপর জোর দেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ